পেঁয়াজ আমদানিতে সরকার আবারও ৫ শতাংশ শুল্ক আরোপের চিন্তা করছে
- আপডেট সময় : ০৮:২০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
পেঁয়াজ আমদানিতে সরকার আবারও ৫ শতাংশ শুল্ক আরোপের চিন্তা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরকে এ বিষয়ে দ্রুত প্রস্তাব দেয়া হবে বলে জানান তিনি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
গেলো বছরের সেপ্টেম্বর মাসে ভারত রপ্তানি বন্ধ করে দিলে পেঁয়াজ সংকটে পড়ে দেশ। দাম নাগালে রাখতে, তখন অন্য দেশ থেকে আমদানি সহজ করতে পেঁয়াজের ওপর ধার্য ৫ শতাংশ শুল্ক তুলে নেয় সরকার। কিন্তু পেঁয়াজের এই ভরা মৌসুমে আমদানিকে নিরুৎসাহিত করতে আবারো শুল্ক আরোপের কথা ভাবছে মন্ত্রনালয়।
রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, নতুন পেঁয়াজ থাকায় বাজারে কোন সংকট নেই। তারপরও বাংলাদেশকে কি দামে পেঁয়াজ দেবে ভারত, তা দেখে আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
মন্ত্রী জানান, দেশীয় কৃষক ও ভোক্তারা যাতে কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টিকে নিশ্চিত করতে চায় সরকার।
মন্ত্রী বলেন, তিন বছরের মধ্যে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হতে চায় দেশ। আর তাই উৎপাদকরা লোকসানে পরে এমন কোন পদক্ষেপ নেবে না সরকার।