পেঁয়াজের পর এবার আলু নিয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করলেন কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
পেঁয়াজের পর এবার আলু নিয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। কিভাবে চাষীদের আলু বিক্রিতে সহযোগিতা করবেন তার কুল-কিনারা পাচ্ছেন না বলে জানান।
দুপুরে সচিবালয়ে নেপালের বিদ্যুৎ, পানিসম্পদ ও সেচমন্ত্রী পম্পা ভূসালের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরে, সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। উত্তরাঞ্চলের জেলাগুলোতে ন্যায্যমূল্য না পেয়ে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করছেন কৃষকরা। এ বিষয়ে কী ব্যবস্থা নেয়া হচ্ছে–সাংবাদিকদের এই প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজ নিয়েও দেশে কৃষকদের দুরবস্থা চলছে। এখন লোকসান দিয়েও পেঁয়াজ বিক্রি করতে পারছে না তারা। আলুরও একই অবস্থা। তিনি বলেন, কোনো উপায় নেই। এই মুহূর্তে আলু রপ্তানি খুবই সীমিত। আলু উৎপাদন হয়ও অনেক দেশে।ইউরোপিয়ান দেশগুলোও সেভাবে আলু আমদানি করে না। রাশিয়া করতো, কিন্তু এখন সেখানে যুদ্ধ। তারা আলু আমদানি করলেও ব্যাংকিং সিস্টেম নেই।