পেঁয়াজের মজুদ ও বিক্রির তথ্য জানতে আমদানিকারকদের জিজ্ঞাসাবাদ
- আপডেট সময় : ০৮:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আমদানি করা পেঁয়াজের মজুদ ও বিক্রির তথ্য জানতে দেশের শীর্ষ ৪৭ আমদানিকারককে জিজ্ঞাসাবাদ করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। প্রথম দিনে ১৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, আমদানিকারকদের সাথে কথা বলে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সহায়তা করছেন তারা। কারও বিরুদ্ধে সিন্ডিকেশনের অভিযোগ প্রমানিত হলে, ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
পেঁয়াজের দাম বৃদ্ধি ও বাজার কারসাজির ঘটনা তদন্তের জন্য ৪৭ আমদানিকারকের মধ্যে ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে শুল্ক বিভাগ। এই প্রতিষ্ঠানগুলোর তিন মাসে পেঁয়াজ আমদানি করা ও বিক্রি সংক্রান্ত সব তথ্যের বিষয়ে জানতে চেয়েছে শুল্ক গোয়েন্দারা। পর্যায়ক্রমে বাকি ব্যবসায়ীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
জিজ্ঞাসাবাদ শেষে শুল্ক গোয়েন্দার মহাপরিচালক বলেন, আমদানিকারকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে কোনো ধরনের অমিল পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৮ আগস্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১ লাখ ৭০ হাজার মেট্রিকটন পেয়াজ আমদানি করা হয়েছে। এত আমাদানির পরও কেন দাম নিয়ন্ত্রণে নেই সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সহিদুল ইসলাম।