পেঁয়াজ আমদানির অনুমতি দিতে কৃষি মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি
- আপডেট সময় : ০৮:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
কয়েক মাস ধরে বাজারে অধিকাংশ পণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ৩৫ টাকা কেজির পেঁয়াজ ৯০ টাকা ছুঁয়েছে। এমন পরিস্থিতিতে সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বাজার নিয়ন্ত্রণে না আসলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে। আর, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলছেন, দাম বেশি পেতে পেঁয়াজ অবৈধভাবে মজুদ করছে একটি সিন্ডিকেট।
প্রতি সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। এক মাস আগে যেখানে পেঁয়াজের দাম ছিল ৩০ টাকা কেজি। এখন তা বিক্রি হচ্ছে ৯০টাকা দরে। এমন পরিস্তিতে ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা।
পরিস্থিতি উত্তরনে সরকারের পরিকল্পনা কি জানতে চাইলে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, পেঁয়াজের দাম ৪৫ টাকার বেশি হতে পারে না। দ্রুত পেঁয়াজ আমদানি করে বাজার নিয়ন্ত্রনে আনা হবে।
রাজধানীর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পেঁয়াজের আনদানি হলেই দাম কমে যাবে, এলসি নিয়ে কোনো সমস্যা হবে না।
বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানান বাণিজ্যমন্ত্রী।