পেরুতে পাহাড় থেকে একটি বাস পড়ে গিয়ে অন্তত ৩২ জন নিহত
- আপডেট সময় : ০৮:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পাহাড় থেকে যাত্রীবাহী একটি বাস পড়ে গিয়ে অন্তত ৩২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ জন শিশু রয়েছে। এছাড়া ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছে। পাথরের সঙ্গে ধাক্কা লাগার পর দ্রুতগতির বাসটি প্রায় ৬৫০ ফুট গভীরে পড়ে যায়।
মঙ্গলবার রাজধানী লিমার পার্শ্ববর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গত চার দিনের মধ্যে দেশটিতে এটি তৃতীয় ভয়াবহ দুর্ঘটনা। রাজধানী লিমা থেকে ৬০ কিলোমিটার পূর্বে ক্যারেতেরা সেন্ট্রাল রোডের একটি সরু অংশে এই দুর্ঘটনা ঘটে । রাস্তাটি লিমার সঙ্গে আন্দিজ পার্বত্য অঞ্চলকে যুক্ত করেছে।
বাসটিতে ৬৩ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মরদেহ ও সম্ভাব্য জীবিতদের উদ্ধার এবং তল্লাশি অভিযান চলছে । গত রোববারও পেরুর আমাজন নদীতে দুটি নৌকার সংঘর্ষে ২২ জনের মৃত্যু হয়। এই ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছে । দুই দিন আগেও পেরুতে আরেকটি বাস খাদে পড়ে ১৭ জনের মৃত্যু হয় ।