আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনার অধিকতর তদন্ত চেয়েছেন শামীম ওসমান
- আপডেট সময় : ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনার ১৩ বছর পর আদালতে দাখিল করা চার্জশীটের বিরুদ্ধে অধিকতর তদন্ত চেয়েছেন ওই ঘটনায় আহত এমপি শামীম ওসমান।
দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য প্রদান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শামীম ওসমান। তিনি বলেন, ‘ঘটনার পরে সাক্ষ্যতে যে জবানবন্দী দিয়েছিলেন এখন দেখা যাচ্ছে বিচার চলাকালে সেই কথা কিছুই নাই। বক্তব্য বিকৃত করা হয়েছে। ফলে এ ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের যেন বিচার দাবি করা হয়। আর যিনি দোষী না তিনি যেন আমার প্রতিপক্ষ হলেও যেন সাজা ভোগ না করে। আদালত আমার বক্তব্য শুনে কনভেন্স হয়েছেন। আদালত পরে ওই আদালতের এপিপিকে নির্দেশ দিয়েছেন পিটিশন দেওয়ার জন্য।’ শামীম ওসমান বলেন, ‘আগে যে তদন্ত হয়েছে সেই তদন্তকারী কর্মকর্তা বক্তব্য ঠিকমত তুলে ধরেনি। তিনি বলেন কোন সমঝোতা করা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিকে বলা হয়েছে এ চার্জশীট তার কাছে না মানার মত।’