পৌর নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগ ও জাতীয় পার্টির সর্মথকদের মধ্যে সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নীলফামারীর সৈয়দপুরে পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সর্মথকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
পুলিশ জানায়, গোলাহাটের ২নং ক্যাম্পে পৌর নির্বাচনী প্রচারণা চালায় জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম। প্রচারণা শেষে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ভুলু চৌধুরীর সাথে জাপা নেতাকর্মীদের কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন কর্মী-সমর্থক আহত হন। এসময় জাতীয় পার্টির সমর্থকদের দুটি মোটরসাইকেলে আগুন দেয়াসহ ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।