প্যাংগং লেক সীমান্ত থেকে পুরোপুরি সেনা সরায়নি চীন
- আপডেট সময় : ০৮:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
এখনো সীমান্তের প্যাংগং লেক থেকে পুরোপুরি সেনা সরায়নি চীন। চীনা সেনারা দুই কিলোমিটার পেছনে সরে গেছে– এমন দাবি করা যাবে না বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ।প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে তারা জানায় , ভারত ও চীনের মধ্যে উত্তেজনা নিরসনে দু’পক্ষের মধ্যে দফায় দফায় বৈঠকে সেনা সরানোর শর্তে প্রাথমিক সমঝোতা হয়।
উভয় পক্ষই দেড় থেকে দু’কিলোমিটার পর্যন্ত সেনা সরিয়ে নিয়েছে বলে আগে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল। তবে স্যাটেলাইটে তোলা ছবির বরাত দিয়ে এনডিটিভি দাবি করেছে, চীনা হোভারক্রাফ্ট এখনো প্যাংগং লেক সংলগ্ন এলাকায় রয়েছে। ১০টি বড় মাপের নৌকাও ফিঙ্গার-ফোর এলাকার পূর্ব প্রান্তে ধরা পড়েছে ১০ জুলাইয়ে ধারণকৃত স্যাটেলাইট চিত্রে। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে ভারত ও চীনের সেনারা। এমন পরিস্থিতিতে সীমান্তে উত্তেজনা কমাতে সামরিক ও কূটনৈতিক কর্মকর্তা পর্যায়ে দফায় দফায় বৈঠক করছে দু’দেশ।