প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে তিন ম্যাচের সবকটিতেই জিতলো আলবিসেলেস্তেরা
- আপডেট সময় : ০২:১৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ১৬৮২ বার পড়া হয়েছে
কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের ড্রয়ের দিনে জয়রথ অব্যাহত আর্জেন্টিনার। প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে তিন ম্যাচের সবকটিতেই জিতলো আলবিসেলেস্তেরা। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন নিকোলাস ওতামেন্দির। দুভার্গ্যের শিকার লিওনেল মেসি, দুই শট ফিরে আসে গোল পোস্টে লেগে। এদিকে, ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলের ড্রয়ে আর্জেন্টিনার কাছে শীর্ষস্থান হারালো ব্রাজিল।
তিনে তিন আর্জেন্টিনার। ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে তিন ম্যাচের সবকটিতেই জিতলো আলবিসেলেস্তেরা। এবার প্যারাগুয়েকে হারালো ১-০ গোলে।
লিওনেল মেসি ছাড়াই শুরু একাদশ সাজান কোচ, লিওনেল স্কালোনি। তারপরও বিশ্বচ্যাম্পিয়নদের রুখবে সাধ্যকার?। ম্যাচের ৩ নিকোলাস ওতামেন্দির দিলেন সে আভাস।
মাঠের খেলাতেও তাই। বিশ্বচ্যাম্পিয়নদের প্রেসিং ফুটবলে দিশেহারা প্যারাগুয়ে।
তবে, আক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফিনিশিং ব্যর্থতা। লাউতারো মার্টিনেজ, ডি পলরা, হুলিয়ান আলভারেজরা পারেননি ব্যবধান বাড়াতে।
দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি, আক্রমণের গতি বাড়ে আরও। তবে, মেসিও দুর্ভাগ্যের শিকার। দুবার কাছে গিয়েও গোল পাননি এলএমটেন, দুই শট ফিরে গোল পোস্টে লেগে।
শেষ পর্যন্ত আর পরিবর্তন হয়নি স্কোর লাইন। ১-০ গোলের জয়ে ব্রাজিল টপকে বাছাই পর্বের শীর্ষস্থান দখলে নেয় আর্জেন্টিনা।
যে সুযোগটা করে দিয়েছে ব্রাজিল নিজেই। এগিয়ে থেকেও ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। ১৫ ম্যাচ পর এমন অভিজ্ঞতার সাক্ষি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।