প্রকাশের চার দিনের রাজাকারের তালিকা স্থগিত
- আপডেট সময় : ০৯:১২:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩১ বার পড়া হয়েছে
তীব্র সমালোচনা ও প্রতিবাদ বিক্ষোভের মুখে, প্রকাশের চার দিনের মাথায় ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের অসঙ্গতির অভিযোগ আসায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত রাজাকারের তালিকা স্থগিত করেছে। গত ১৫ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের একটি তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছিলেন, এটি কোনও নতুন তালিকা নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া তালিকাই প্রকাশ করা হয়েছে। এদিকে ওই দিনই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইটে তালিকা প্রকাশ করা হয়। বুধবার ওয়েবসাইট থেকেও সেই তালিকা সরিয়ে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, যাচাই-বাছাই শেষে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে পুনরায় রাজাকারের তালিকা প্রকাশ করা হবে।