প্রচার-প্রচারণায় জমে উঠেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচন

- আপডেট সময় : ০৪:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
প্রচার-প্রচারণায় জমে উঠেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচন। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইছেন প্রার্থীরা। ১২ জুন ইভিএমে হবে আড়াইহাজার পৌরসভার নির্বাচন। কোন কোন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচার-প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ থাকলেও নির্বাচন কমিশন বলছে, অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে।
নির্বাচনে মেয়র পদে যে ৪ প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন তারা প্রত্যেকেই আওয়ামী নেতা। এরমধ্যে মো: সুন্দর আলী নৌকা, স্বতন্ত্র মেহের আলী নারিকেল গাছ, মামুন অর রশিদ মোবাইল ও হাবিবুর রহমান জগ প্রতীকে নির্বাচন করবেন। ৩ সংরক্ষিত আসনে ১০ ও ৯টি সাধারণ আসনে ৩৫ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। তবে সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান অভিযোগ করেছেন, তার প্রচারণায় বাধা দিচ্ছে আওয়ামী লীগেরই লোকজন।
এ ধরণের কোন অভিযোগ পাননি বলে জানিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সুন্দর আলী বলেন, উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। আড়াইহাজার পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৪৬৫। ভোটাররা বলছেন, যোগ্য ব্যক্তিকেই ভোট দেবেন তারা।
রিটার্নিং অফিসার রবিউল আলম জানান, তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মাঠে রয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। ১২ জুন ইভিএমে হবে ভোট।