প্রচার-প্রচারনায় জমে উঠেছে নওগাঁ ও ধামইরহাট পৌর নির্বাচন
- আপডেট সময় : ০২:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
প্রচার-প্রচারনায় জমে উঠেছে নওগাঁ ও ধামইরহাট পৌর নির্বাচন। দীর্ঘদিন পর ভোটের সুযোগ পেয়ে খুশি ধামইরহাট পৌরবাসী। নওগাঁ পৌর এলাকার নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। এদিকে, ৩০ জানুয়ারি মৌলভীবাজার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র-কাউন্সিলর প্রার্থীরা তীব্র শীত উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত মাঠ চষে বেড়াচ্ছেন।
প্রচারনায় মুখর নওগাঁ পৌরসভা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ছাড়াও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন। ভোটারদের কেন্দ্রমুখী করতে নানা উদ্যোগ নিচ্ছেন প্রার্থীরা। তবে ভোটাররা বলছেন, চিন্তা-ভাবনা করেই এবার রায় দেবেন।নানা সমস্যায় জর্জরিত প্রথম শ্রেনীর এই পৌরসভা। তীব্র শীত উপেক্ষা করে ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।
এদিকে সীমানা জটিলতায় ১৫ বছর ধরে আটকে ছিলো ধামইরহাট পৌর নির্বাচন। দীর্ঘদিন পর ভোটের সুযোগ পেয়ে খুশি ভোটাররা।মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি’র দুই প্রার্থী লড়ছে ভোট যুদ্ধে। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা।
মৌলভীবাজার পৌরসভায় ভোট যুদ্ধে কোমড় বেধে নেমেছেন প্রার্থীরা। পাড়া-মহল্লায় দল বেঁধে বিলি করছেন প্রচারপত্র। পোষ্টার-বিলবোর্ডে ছেয়ে গেছে শহরের অলিগলি। উন্নয়নের কারণে আবারও বিজয়ী হবেন বলে মনে করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। আর, সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশা করেন বিএনপি’র প্রার্থী।
সাধারণ কাউন্সিলর পদে ২৭ এবং সংরক্ষিত নারী কাউন্সিলরে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীদের নিরাপত্তা ও বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। মোট ভোটারের মধ্যে পুরুষ ২২ হাজার ৭৫০ ও নারী ২০ হাজার ৬৯৬ জন।