প্রণোদনা প্যাকেজ প্রস্তাবের জন্য মার্কিন নাগরিকদের ন্যুনতম মজুরি বাড়ানোর প্রস্তাব
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
১ লাখ ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ প্রস্তাবের জন্য মার্কিন নাগরিকদের ন্যুনতম মজুরি বাড়ানোর প্রস্তাব প্রস্তাখ্যান করেছে সিনেট।
শুক্রবার সিনেটে চলা যুক্তিতর্কের সময় মার্কিনিদের মজুরি দ্বিগুনের বেশি করার প্রস্তাব আনলে তা প্রত্যাখ্যান করা হয়। প্রবীণ ডেমোক্র্যাট নেতা বার্নি স্যান্ডার্স মজুরি বাড়ানোর বিষয়টিতে ভোট দেয়ার প্রস্তাব উত্থাপন করেন। প্রণোদনা প্যাকেজে মজুরি বাড়ানোর সিদ্ধান্তটি অন্তর্ভুক্ত করতে ৬০টি ভোটের প্রয়োজন ছিল। তবে এর চেয়ে কম ভোট পরায় এটি আর প্রণোদনা প্যাকেজে অন্তর্ভুক্ত হচ্ছে না। এছাড়া বেকারদের জন্য দেয়া ভাতার পরিমাণ বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে, শনিবার প্রতিনিধি পরিষদে প্রণোদনা প্যাকেজটির অনুমোদন দেয়া হয়। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয় সিনেটে।