প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও জুবায়েরসহ চার জন গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও জুবায়েরসহ চার জনকে খুলনা ও চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করেছে রেব।গতকাল দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে রেব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবাইর সিদ্দিক মানিক, তাঁর বাবা আবু বকর সিদ্দিক, ছোট ভাই মাহমুদ সিদ্দিক রতন এবং ব্যবস্থাপক মিনারুল ইসলাম।
রেব কর্মকর্তা তারেক আমান বান্না বলেন, প্রথমে প্রতিষ্ঠানটির সিইও জুবায়ের সিদ্দিককে খুলনা শহর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে আদিয়ান মার্টের চুয়াডাঙ্গা কার্যালয় থেকে ব্যবস্থাপক মিনারুল ইসলাম, সিইও জুবায়েরের বাবা আবু বকর সিদ্দিক এবং ছোট ভাই রতন সিদ্দিককে রাতে গ্রেপ্তার করা হয়।