প্রতিদিন খাদ্যপণ্যের দাম ওঠা-নামায় ক্রেতাদের ক্ষোভ
- আপডেট সময় : ০৫:১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে বাজারে দাম বেড়েছে চিনি, মুসুরির ডাল ও সব ধরণের মুরগির দাম। তবে উত্তাপ কিছুটা কমেছে সবজির। অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম। বিক্রেতারা জানান, ভোজ্যতেলের সমস্যা কাটেনি এখনো। আর প্রতিদিন খাদ্যপণ্যের দাম ওঠা-নামায় ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা।ভোক্তা অধিদপ্তরের দাবি, নিয়মিত তদারকির ফলে বাজারে পণ্যের দাম স্বাভাবিক হয়ে আসছে।
ঈদকে কেন্দ্র করে বাজারে আরেক দফা বাড়িয়ে দেয়া হয়েছে বেশকিছু পণ্যের দাম। বিশেষ করে সেমাই, চিনি সুগন্ধি চালের দর এরইমধ্যে বেড়ে
গেছে। এর আগে চড়া দামে বিক্রি হতে থাকে লেবু, শসা, বেগুনসহ বেশ কিছু সবজির দাম খানিকটা কমেছে।
সবজির বাজারে স্বস্তি এলেও মাছ, মাংসসহ সব রকম মুরগীর দাম চড়া। একদিনের ব্যবধানে ব্রয়লার এবং সোনালী মুরগীর দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। সরবরাহ কম থাকায় মাছের বাজারে নেই স্বস্তি। দেশি মাছ নাগালের বাইরে। চাষ করা সব রকম মাছও বিক্রি হচ্ছে চড়া দামে।
প্রতিদিন নিত্যপণ্যের দাম ওঠা-নামা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা।
এদিকে, বাজার দর নিয়ন্ত্রণে শুক্রবার সকাল থেকে রাজধানীর কারওরান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিয়মিত অভিযানে ফলে বেশিরভাগ দ্রব্যের দাম নিয়ন্ত্রণে আসছে বলে দাবি মহাপরিচালকের। দোকানিদের উদ্দেশ্য করে তিনি বলেন, ঈদের আগে পণ্যের দাম বাড়ানো হলে জরিমানা করা হবে।
বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে রমজান মাসজুড়ে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।