প্রতিদ্বন্দ্বিরা নভেম্বরের নির্বাচন ‘চুরি’ করতে পারে : ডোনাল্ড ট্রাম্প
- আপডেট সময় : ০৮:২৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের সতর্ক করে বলেন, তাদের প্রতিদ্বন্দ্বিরা নভেম্বরের নির্বাচন ‘চুরি’ করতে পারে।
বিবিসি জানায়, সোমবার নর্থ ক্যারোলিনায় রিপাবলিকান পার্টির কনভেনশনে ট্রাম্প এ মন্তব্য করেন। ঐ কনভেনশনের প্রথম দিনে আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াইয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর এ বক্তব্য দেন তিনি। এসময় তিনি বলেন, ডেমোক্র্যাটরা আমেরিকানদের সঙ্গে প্রতারণা করার জন্য ‘কোভিড’কে ব্যবহার করছে। জরিপ অনুযায়ী, বর্তমানে ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন থেকে পিছিয়ে আছেন ট্রাম্প।
২০১৬ সালের নির্বাচনের আগে জরিপে হিলারি ক্লিনটন থেকে পিছিয়ে থাকা অবস্থায়ও ট্রাম্প দাবি করেছিলেন, নির্বাচনে কারচুপি হতে পারে। করোনা ভাইরাসের কারণে যেসব ভোটার ভোট দিতে কেন্দ্রে যেতে পারবেন না, তাদের জন্য রয়েছে মেইল-ইন ভোটের ব্যবস্থা ।
যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় থেকেই আছে মেইল-ইন ভোটিং ব্যবস্থা। তবে এবার করোনা ভাইরাসের কারণে সাধারণ ভোটারদেরও এ সুবিধা দেয়া হবে।