প্রতিপক্ষ ভারতের বিপক্ষে ভালো ক্রিকেট উপহারে আগ্রহী সাকিব
- আপডেট সময় : ১০:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখার মিশনে কাল মাঠে নামছে বাংলাদেশ। এবার টাইগারদের প্রতিপক্ষ প্রতিবেশী ভারত। সময়ের ব্যবধানে যাদের সঙ্গে লড়াই মানেই বাড়তি উত্তেজনা। তবে, বিপরীত সাকিব আল হাসান– দেশবাসীর প্রত্যাশা আকাশচুম্বী হলেও, ভারতের বিপক্ষে শুধু ভালো ক্রিকেট খেলাতেই মনোযোগী তিনি। সেমিফাইনাল নিয়ে না ভাবলেও, শেষ দু’ম্যাচের অন্তত একটি জিততে চায় বাংলাদেশ। অ্যাডিলেডে বুধবার দুপুর ২টায় শুরু হবে দু’দলের মহারণ।
হোবার্ট, সিডনি, ব্রিসবেন ঘুরে যখন অ্যাডিলেডে বাংলাদেশ দল– তখন সাকিব, তাসকিনের সামনে হাতছানি দিচ্ছে কঠিন এক স্বপ্ন। প্রথমবার সেমিফাইনালের সুযোগ টাইগারদের সামনে।
তবে শর্ত হলো টপকাতে হবে ভারত-পাকিস্তান বাধা। জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে ফুরফুরে মেজাজে থাকা সাকিব-সোহানরা আত্মবিশ্বাসী দুই জায়ান্টের বিপক্ষে সামর্থ্যের সেরাটা দিতে।
সাকিবের কাছে অবশ্য বিশেষ কিছু নয় এই ম্যাচ। সুপার টুয়েলভের প্রতিটা ম্যাচই সমান গুরুত্বপূর্ণ অধিনায়কের কাছে।
অধিনায়ক সাকিবের চোখে, সেরা একাদশ খুঁজে নেয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশবাসীর প্রত্যাশা আকাশচুম্বী হলেও, ভারতের বিপক্ষে শুধু ভালো ক্রিকেট খেলাতেই মনোযোগী তিনি।
বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলে দুটি জয় পেয়েছে বাংলাদেশ। সেটা নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে হলেও সাকিবদের এই পারফরমেন্সই বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপের সেরা সাফল্য। তাই অনেকটা নির্ভার, ম্যাচের আগের দিনও অনুশীলন করেনি দল।
যথারীতি পরিসংখ্যানে এগিয়ে ভারত। ১১ দেখায় মাত্র একবারই রোহিতদের হারাতে পেরেছে টাইগাররা। যদিও ২০১৬ বিশ্বকাপ আর নিদাহাস ট্রফির ফাইনালে সাকিবদের লড়াই কাঁপন ধরিয়েছিলো ভারতীয় শিবিরে। সঙ্গে অ্যাডিলেডে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো ম্যাচের অভিজ্ঞতা এ ম্যাচে আত্মবিশ্বাস দেবে বাংলাদেশকে। তাই খুবই সতর্ক ভারত।
ভারতীয়দের আধিপত্য থাকলেও নতুন শহরে প্রবাসী বাংলাদেশীদের সমর্থন চান অধিনায়ক সাকিব আল হাসান। তবে চিন্তার নাম আবহাওয়া। ম্যাচ ডে’তে রয়েছে বৃষ্টির শঙ্কা।