প্রতিবছর বাংলাদেশে প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন
- আপডেট সময় : ০৮:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
প্রতিবছর বাংলাদেশে প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে মারা যায় অন্তত সাড়ে ৬ হাজার। আক্রান্তদের অসচেতনতার কারণেই এটি বিলম্বে ধরা পড়ে। বিশেষজ্ঞরা মনে করেন, সচেতনতা বাড়ানো গেলে, স্তন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার অনেক কমিয়ে আনা সম্ভব। ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারে জনসচেতনতা বাড়াতে বিশ্ববিদ্যালয় ন্যাচারাল সায়েন্স ক্লাব আয়োজিত ‘হেল্প টু হীল’ শীর্ষক মেলার সেমিনারে তারা এসব কথা বলেন।
স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজন করা করা হয় বিশেষ মেলার। নাম দেয়া হয় ‘হেল্প টু হিল’।
ক্লাব সদস্যরা জানান, দেশে স্তন ক্যান্সারে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে তাদের এমন আয়োজন।
মেলা উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ সেমিনার। এতে স্তন ক্যান্সারের বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন আক্রান্তের পর সুস্থ হওয়া এবং আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করা এই নারী।
স্তন ক্যান্সারে আক্রান্ত হলে বা হওয়ার আগে কি করা প্রয়োজন তা তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসক।
মেলার আয়োজনে পাওয়া এক লাখ সাত হাজার টাকার পুরোটাই ক্লাবের পক্ষ থেকে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের সেবায় কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।