প্রতিবেশীদের প্রতিহিংসা আর চরম নিষ্ঠুরতায় পথে বসেছেন মৎস্য ব্যবসায়ী পাঁচ ভাই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
সাভারে প্রতিবেশীদের প্রতিহিংসা আর চরম নিষ্ঠুরতায় পথে বসেছেন মৎস্য ব্যবসায়ী পাঁচ ভাই। মাত্র এক রাতের ব্যবধানে নিঃস্ব হয়ে গেছেন তারা। শত্রুতাবশত এক প্রতিবেশী ৪০ বিঘা পুকুরে বিষ ঢেলে দেয়ায় মরে ভেসে উঠেছে প্রায় ১০ টন মাছ।
সকালে মাছের খামারের পরিচর্যা করতে গিয়ে মরে ভেসে ওঠা মাছ দেখে নিজেকে আর স্থির রাখতে পারেননি মাছ চাষী শরীফুল ইসলাম বেপারী। সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বেপারী বাড়ীর ৫ ভাই মিলে ৪০ বিঘা জমির পুকুরে প্রায় ১২ বছর ধরে মাছ চাষ করে আসছিলেন। জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীরা পরিকল্পিতভাবে পুকুরে বিষ ঢেলে দিলে রাতে মরে ভেসে ওঠে সব মাছ। এদিকে, বিপুল পরিমাণ মাছ পচে এলাকায় দূর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে পরিবেশ।