প্রতিবেশী রাষ্ট্রগুলোর কুটনৈতিক সম্পর্কের বৈরিতা রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণে কোন বাধা হবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
প্রতিবেশী রাষ্ট্রগুলোর কুটনৈতিক সম্পর্কের বৈরিতা রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণে কোন বাধা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
শুক্রবার বিকেলে পাবনায় রূপপুর পারমাণবিক প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী আরো বলেন, দেশের মঙ্গলে যা করণীয়, সরকার তার সবকিছুই করবে। প্রয়োজনে ভারত-চীনের পারস্পরিক সম্পর্কের বরফ গলাতে বাংলাদেশ মধ্যস্থতা করবে বলেও জানান তিনি। এর আগে, পররাষ্ট্র মন্ত্রনালয়ের ৫২ সদস্যের প্রতিনিধিদল প্রকল্প এলাকা ঘুরে দেখেন।