প্রতিমন্ত্রী ডা. মুরাদের পদত্যাগে জামালপুরে আনন্দ মিছিল
- আপডেট সময় : ০৫:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করায় তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। সেই সাথে তার কুশপুত্তলিকাও দাহ করেছে এলাকাবাসী। গতকাল রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগের নির্দেশ দেয়ার পর থেকেই, এলাকাবাসীর আনন্দ-উল্লাস করছে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির মন্ত্রিসভা থেকে পদত্যাগের সংবাদে মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন শিবলুর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। আরামনগর বাজার ট্রাকস্ট্যাণ্ড মোড় থেকে বের হয়ে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করে। একই সময় সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে শিমলা বাজার থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি আরডিএম স্কুল রোড ও বাস টার্মিনাল সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগসহ জামালপুরের সর্বস্তরের মানুষ।
ডা. মুরাদ হাসান এমপির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগ জরুরি সভা আহবান করেছে। ওই সভায় ডাঃ মুরাদ হাসানের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হতে পারে।