প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর নির্বাচন
- আপডেট সময় : ০১:৪৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর নির্বাচন। মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাসদের প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এদিকে, নানা প্রতিশ্রুতি ও অভিযোগের মধ্য দিয়ে ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে নরসিংদী পৌরসভা নির্বাচন।
চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র হাসান কাদির গনু। বিএনপি’র মীর মহিউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী জাসদ নেতা এম সবেদ আলীও সাবেক মেয়র। আলমডাঙ্গা পৌরসভায় মোট ভোটার ২৬ হাজার ১৩৯ জন। ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। এখন পর্যন্ত আচরণবিধি লংঘনের কোন অভিযোগ উঠেনি বলে জানায় নির্বাচন অফিস।
নরসিংদী পৌরসভায় প্রয়াত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই ও বর্তমান মেয়র কামরুজ্জামান কামরুল মনোনয়ন না পেলেও, মেয়র পদে লড়ছেন তারই অনুগত শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু। মনোনয়ন না পেয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ছাত্রলীগ নেতা এমএম কাইয়ুম। প্রচারনায় পিছিয়ে নেই বিএনপি প্রার্থী হারুন-অর-রশিদও। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও সতর্ক অবস্থানে রয়েছে ভোটাররা। নরসিংদী পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট হবে। মোট ভোটার ৯৯ হাজার ৪৫৪ জন।