প্রত্যেককে টিকার আওতায় আনার প্রত্যয় প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০১:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ ভ্যাকসিনকে বৈশ্বিক পণ্য আখ্যায়িত করে বলেছেন, বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে প্রত্যেকের টিকা এবং চিকিৎসা নিশ্চিত করতে চায়। আর এ চাহিদা মেটাতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে জোরালো ভুমিকা রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাসীর জন্য ভ্যাক্সিন নিশ্চিত করতে সব দেশের একসাথে কাজ করা প্রয়োজন। এশিয়ার জন্য বোয়াও ফোরামের সম্মেলনের প্ল্যানারি পর্বে দেয়া ভাষণে তিনি বলেন, উৎপাদনকারী দেশগুলোকে সার্বজনীন ভ্যাকসিনের কভারেজ অর্জনের লক্ষ্যে অন্যদেরও ভ্যাকসিন তৈরিতে সহায়তা করা উচিত। এই সংকটময় সময়ে উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তাও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উন্নয়নশীল দেশগুলোর আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং বহুজাতিক উন্নয়ন ব্যাংকগুলোর তহবিলগুলিতে আরো বেশি প্রবেশাধিকার প্রয়োজন। জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্যপূর্ণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশ মহামারীর বিরূপ প্রভাব হ্রাস করার চেষ্টা করছে বলেও জানান তিনি।