প্রথমবারের মতো কোন আসামীকে বেকসুর খালাস দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
- আপডেট সময় : ০৭:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
মানবতা-বিরোধী অপরাধের বিচারের রায়ে প্রথমবারের মতো কোন আসামীকে বেকসুর খালাস দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। খালাস পাওয়া ব্যক্তির নাম আব্দুল লতিফ। একই সঙ্গে এই রায়ে ৩ আসামীকে আমৃত্যু কারাবাস এবং ৫ জনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ট্রাইব্যুনালের ৪২তম রায়ে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির আদালত আজ এই রায় দেয়। আমৃত্যু সাজায় দণ্ডিতরা হলো- ফয়জুল্লাহ, রাজ্জাক ও কালাম। আর খলিলুর রহমানসহ ৫ জনকে দেয়া হয় ২০ বছরের সাজা। খালাস পাওয়া ও দণ্ডিত সবাই ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁওয়ের বাসিন্দা
মুক্তিযুদ্ধ চলাকালে ময়মনসিংহের গফরগাঁও, ভালুকা এলাকায় হানাদার পাকিস্তানিদের সঙ্গে নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে রাজাকার ফয়জুল্লাহ ও তার সহযোগীরা।একাত্তরে সংগঠিত ওইসব অপরাধের দায়ে ২০১৮ সালের মার্চে ফয়জুল্লাহসহ ১১ জনের বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার চলাকালে মারা যান ২ জন। আর পলাতক ছিলেন ৪ জন। গেল বছর ২৬ জানুয়ারি এই মামলা বিচার শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
বৃহস্পতিবার রায় ঘোষণাকে কেন্দ্র করে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় ৫ আসামীকে। ২শ ২২ পৃষ্ঠার সংক্ষিপ্ত রায় পড়া শেষে ৩ আসামীকে আমৃত্যু সাজা ও ৫ আসামীকে ২০ বছরের কারাদণ্ড দেয় আদালত।এদিন আসামী আব্দুল লতিফকে খালাস দেয় ট্রাইব্যুনাল। উভয়পক্ষের আইনজীবী জানান পূর্নাঙ্গ রায় পর্যালোচনা করে নেয়া হবে রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত।
এদিন পলাতক চার আসামির একজন রায় চলাকালে আদালতের বাইরে এসে ধরা দিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যদিও বিষয়টি সম্পর্কে জানেন বলে জানান উভয়পক্ষের আইনজীবীরা।