প্রথমবারের মতো বাংলায় রায় হাইকোর্টে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭০৪ বার পড়া হয়েছে
মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানিয়ে ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে বাংলা ভাষায় রায় ঘোষণা করেছে হাইকোর্ট। এক রিট মামলায় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে।
রায় ঘোষণার আগে বিচারপতি নাইমা হায়দার বলেন, আজ ১ ফেব্রুয়ারি। ভাষার মাস শুরু। ভাষা শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানিয়ে আজকের প্রথম রায় বাংলায় ঘোষণা করা হচ্ছে। এ সময় অর্পিত সম্পত্তি-সংক্রান্ত একটি মামলার রুল নিষ্পত্তি করে তা শুনানির জন্য পুনরায় অ্যাপিলেট ট্রাইব্যুনালে পাঠিয়ে দেয়ার রায় ঘোষণা করে হাইকোর্ট। আদালত জানায়, আলোচনা ও আইনজীবীর যুক্তিতর্ক পর্যালোচনার পর এই মামলার গুণাগুণ পর্যালোচনায় প্রবেশ না করে রুলটি কয়েকটি নির্দেশনাসহ নিষ্পত্তি করা হয়।