প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এ দলের কাছে হেরেছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এ দলের কাছে হেরেছে বাংলাদেশ এ দল। ৪ উইকেটের হারে তিন ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে গেলো টাইগাররা।
ড্যারেন স্যামি স্টেডিয়ামে আগে ব্যাট করে মাত্র ৮০ রানে অলআউট হয় বাংলাদেশ। দলকে সম্মানজনক স্কোরে দাড় করাতে পারেননি এশিয়া কাপের স্কোয়াডে ডাক পাওয়া সাব্বির রহমান। ব্যর্থ সৌম্য সরকার। নাঈম শেখ-সাইফ হাসানরাও প্রমাণে ব্যর্থ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন জাকের আলি। সৌম্য সরকারের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান। সাব্বির আউট হন ৩ রানে। জবাবে মুকিদুল ও মৃতুঞ্জয় চৌধুরীর দাপুটে বোলিংয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ২৩ রান করেন তেজনারাইন চন্দরপল। দুটি করে উইকেট নেন মৃতুঞ্জয় ও মুকিদুল। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।