প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
- আপডেট সময় : ০৮:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / ১৯৪৩ বার পড়া হয়েছে
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সিআইডি পরিচয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তার সাভারের আশুলিয়ার ভাড়া বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার ভোর ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকা আমবাগান থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, বটতলার নুরজাহান হোটেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন, একজন নিরাপত্তা প্রহরী, শামসুজ্জামানসহ মোট ১৯ জন ব্যক্তি সেহরি করেন।
ভোর পৌনে ৫টার দিকে বটতলা থেকে তারা আবার শামসুজ্জামানের বাসায় যান। প্রথম আলো এই সাংবাদিক ২০১৭ সালে হলি আর্টিজন জঙ্গী হামলায় নিহত সহকারী পুলিশ কমিশনার রবিউল আলমের ছোট ভাই
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, মামলার ভিত্তিতেই প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, মামলাটির বিষয়ে বিস্তারিত জানাতে আরো সময় লাগবে।
দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি রিহ্যাবিলেটেশন সেন্টারে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
প্রেস কাউন্সিলের মাধ্যমে একজন গণমাধ্যম কর্মীর বিচারের সুযোগ থাকলেও শামসুজ্জামান শামসকে কেন রাতে তুলে নিতে হলো, এমন প্রশ্নের জবাবে আইন তার নিজস্ব গতিতে চলে বলে জানান তিনি।
কেউ বিচার চেয়ে থানায় মামলা করলে আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিতেই পারে, এমন মন্তব্যও করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।