প্রথম ধাপে বাগান থেকে পরিপক্ক আম সংগ্রহ শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় প্রথম ধাপে বাগান থেকে পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাত কার্যক্রম শুরু হয়েছে।
সকাল থেকে সাতক্ষীরা জেলার প্রতিটি আম বাগান থেকে প্রথম পর্যায়ে আমচাষীদের গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখীসহ কয়েক প্রজাতির আম পাড়ার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।এছাড়া জেলা প্রশাসনের নিদের্শনা অনুযায়ী পরবর্তি ধাপে পর্যায়ক্রমে আগামি ১৬ মে হিমসাগর, ২৪ মে ল্যাংড়া ও ১ জুন আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে। তবে নির্ধারিত সময়ের আগে যদি কোন ব্যবসায়ী বা চাষী অপরিপক্ক আম পেড়ে বাজারজাত করেন, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।