প্রথম লটের শুটিং শেষে ফিরলেন ভাবনা!
- আপডেট সময় : ০৫:৩৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
- / ১৭১৮ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো বাবার নির্দেশনায় সিনেমায় অভিনয় করছেন ‘ভয়ংকর সুন্দর’ খ্যাত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘যাপিত জীবন’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব।
প্রথমবার বাবার নির্দেশনায় অভিনয়ের প্রসঙ্গে অভিনেত্রী ভাবনা বলেন, ‘শুরু থেকে ক্যারিয়ার নিয়ে নিজেই এগিয়েছি। চাইনি বাবার পরিচয়কে সামনে এনে কাজ করতে। প্রতিটা কাজ আমি নিজের যোগ্যতায় করতে চেয়েছি। তবে এবার বাবার সিনেমার গল্পের আকর্ষণে পড়ে গেছি বলা যায়। তাই কাজটি করা।’
২২ নভেম্বর রাজবাড়িতে ‘যাপিত জীবন’ এর শুটিং শুরু হয়েছে। সম্প্রতি ১৫ দিনের প্রথম লটের কাজ সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তি পাবে বলে জানান নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব।
রাজবাড়িতে প্রথম লটের শুটিং শেষে কলাকুশলীদের সঙ্গে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী ভাবনা। তিনি লিখেন, ‘টানা ১৫ দিনের রাজবাড়ির প্রথম লটের শুটিং শেষ হলো ‘যাপিত জীবন’ সিনেমার। আমরা টিমের একাংশ, সবাইকে অনেক অনেক ভালোবাসা।’
তিনি আরো লিখেন, ‘রাজবাড়ির জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সাবেক মেয়র, শিল্পকলা একাডেমি এবং রাজবাড়িবাসীর কৃতজ্ঞতা আমরা কোনদিন ভুলব না। অসংখ্য ধন্যবাদ সবাইকে।’
সরকারি অনুদানে নির্মিত হবে সিনেমাটি। যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়। গল্পে উঠে আসবে ভাষা আন্দোলনের পটভূমি। যেখানে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন ভাবনা। তার চরিত্রের নাম আনজুম।
‘যাপিত জীবন’-এ ভাবনা এছাড়াও আরো অভিনয় করেছেন মৌসুমী হামিদ, আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াত, সমাপ্তিসহ আরো অনেকে।