প্রদীপের পলাতক স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ
- আপডেট সময় : ০৪:৫৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে, দুর্নীতি মামলায় দুদকের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছে চট্টগ্রামের একটি আদালত। একইসঙ্গে প্রদীপের পলাতক স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।
মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এই নির্দেশনা দেন। এর আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর নিরাপত্তায় আদালতে আনা হয় প্রদীপকে। এসময় প্রদীপের আইনজীবী তার জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তা নাকচ করে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২৬ জুলাই প্রদীপের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এর প্রেক্ষিতে আদালত প্রদীপ কুমার দাশের অবৈধ সম্পদ দেখভালের জন্য চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসককে রিসিভার হিসেবে নিয়োগ করে। গত বছরের ২৩ আগস্ট সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন।