প্রধানমন্ত্রীকে ই-মেইলে হুমকি : দুই প্রবাসী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৯১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ই–মেইলে হুমকি দেয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম আন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি। হুমকিদাতা দুজনকে সৌদি সরকারের সহায়তায় শনাক্ত করে দেশে ফেরানো হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান। গ্রেপ্তারকৃত দু’জনই যুবদল নেতা বলে জানান তিনি। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আসাদুজ্জামান।
গত ১৭ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পাবলিক রিলেশন সেন্টারের ই-মেইলে প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকি দেয়া হয়।
সৌদি সরকারের সহায়তায় হুমকিদাতা দুজনকে শনাক্ত করা হয়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি সরকারের কাছে আবেদন করে ওই দুজনকে গত ২৯ জানুয়ারি দেশে ফিরিয়ে আনা হয় বলে জানান সিটিটিসির অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান।
আসামি কবির হোসেন সৌদি আরবে যুবদলের একাংশের সভাপতি। দ্বীন ইসলামও যুবদল নেতা। দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই তাঁরা প্রধানমন্ত্রীর ওপর হামলার হুমকি দিয়েছেন বলে দাবি সিটিটিসি প্রধানের।
আসামি দুজন এখনও পুলিশের রিমান্ডে রয়েছে বলে জানান আসাদুজ্জামান।