প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন শ্লোগানের পরিনতি হবে ভয়াবহ : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৮:৪০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন শ্লোগান ও কটুক্তির পরিনতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতৃত্বে দেশে নৈরাজ্য সৃষ্টির দায় এখনো খালেদা জিয়ার উপর বর্তায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ঢাকার বাসভবনে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
দেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে তিনি বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বুটের তলায় পিষ্ট করেছিলো জিয়াউর রহমান।
প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপির শ্লোগানের সমালোচনাও করেন ওবায়দুল কাদের।
সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এসময় ঢাকা বিশ্ববিদ্যালেয় ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ প্রসঙ্গেও কথা বলেন তিনি।
এদিকে, চাঁদপুরে বাবুরহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে,শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতেই শিক্ষাঙ্গনে অরাজকতা চালানো হচ্ছে।
নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা দেশের ছাত্রসমাজ প্রতিহত করবে বলেও জানান ডা. দীপু মনি।