প্রধানমন্ত্রীকে বিরল সম্মান দেখিয়েছে ফ্রান্স
- আপডেট সময় : ০১:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ফ্রান্স সফরকালে দেশটি তার প্রতি বিরল সম্মান প্রদর্শন করেছে। তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরষ্কার ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্যা ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি প্রবর্তন করায় সংসদে বিশেষ আলোচনায় তিনি এ কথা বলেন। আলোচনায় সরকারদলীয় এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেন, যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধুই সৃজনশীল অর্থনীতির প্রবর্তন করেন। শিক্ষামন্ত্রী ডাক্তার দিপু মনি বলেন, বিজ্ঞান ও কারিগরী শিক্ষার প্রসারের জন্য দেশে উদ্ভাবন ও গবেষনার সংখ্যা বাড়ছে। সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও বাড়ছে সৃজনশীল পেশা, যা সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখছে। বঙ্গবন্ধুর নামে পুরষ্কার প্রদান করায় ইউনেস্কোকে ধন্যবাদ দেন সংসদ সদস্যরা।