প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সভার সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সচিবরা। প্রধানমন্ত্রী বৈঠকে চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি ও ব্যয় বিষয়ে বিভিন্ন বিষয় জানতে চান। তিনি জনপ্রতিনিধিদেরকে নিজ নিজ এলাকার উন্নয়ন প্রকল্গুলোর ব্যয় ও মান পর্যবেক্ষণের দিকে নজরদারির তাগিদ দেন। তিনি বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্প যেন সঠিক সময়ে , নির্ধারিত মান নিশ্চিত করে বাস্তবায়িত হয় তা নিশ্চিত করার দায়িত্ব সবার। পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন মন্ত্রিপরিষদ সচিব।