প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির কারণেই ভালভাবে করোনা মোকাবিলা করছে বাংলাদেশ: হানিফ
- আপডেট সময় : ০৭:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলাসহ প্রত্যেক ক্ষেত্রে সরকারের সাফল্যে দিশেহারা হয়ে বিএনপি নেতারা জঘন্য মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর করোনাসহ যে কোনো বিষয়ে গুজব বা অপপ্রচার ছড়ানো শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ বলে হুঁশিয়ার করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আওয়ামী লীগের যুগ্ম, সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির কারণেই ভালভাবে করোনা মোকাবিলা করছে বাংলাদেশ ।
মঙ্গলবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেফতার ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গুজব বা অপপ্রচার ছড়ালে জনস্বার্থ রক্ষায় এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে সরকার।
আওয়ামী লীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত অনলাইনে কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বৈশ্বিক অর্থনীতি মন্দার প্রভাব মোকাবিলা করতেই আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছে সরকার।