প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে
- আপডেট সময় : ০৭:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করেছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে রাজধানীর উত্তরায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার কারণেই দেশকে বদলে দেয়া সম্ভব হয়েছে। দেশে এখন খাদ্যের ঘাটতি নেই। জিডিপি প্রবৃদ্ধিতেও বাংলাদেশ অন্যদের তুলনায় অনেক এগিয়ে। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে ৭৪টি গাছের চারা রোপন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা উত্তর সিটি’র মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, রেবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।