প্রধানমন্ত্রীর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে শ্রীলংকাঃ পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
আঞ্চলিক বানিজ্য সম্প্রসারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে শ্রীলংকা এবং দ্বিপাক্ষীক সম্পর্ক জোরদারে দুদেশের মাঝে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শ্রীলংকার প্রধানমন্ত্রীর দুদিন ব্যাপী ঢাকা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন, অতীতের যে কোন সরকারের চেয়ে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আর্ন্তজাতিক সম্প্রদায়ের আস্থা অনেক বেশী, মোদির বাংলাদেশ সফর নিয়ে বিরোধীদের নেতিবাচক রাজনীতি নিয়ে চিন্তিত নয় সরকার।
শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল প্রথম বিদেশ সফর।সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বিনম্র শ্রদ্ধা জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে।পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, তথ্যপ্রযুক্তির মতো পারস্পরিক ক্ষেত্রগুলোতে সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাহিন্দা রাজাপাকসে ।
ওই বৈঠকের বিস্তারিত তথ্য গণমাধ্যমের কাছে তুলে ধরতেই ফরেন সার্ভিস একাডেমীতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, আঞ্চলিক বানিজ্য জোরদারে বাংলাদেশের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে শ্রীলংকা।দুদেশের মাঝে স্বাক্ষরিত ৬টি সমঝোতা স্মারক নিয়েও কথা বলেন তিনি।
একসময় আলোচনা ছাপিয়ে উঠে আসে মোদির বাংলাদেশ সফর এবং নেতিবাচক রাজনীতির প্রসঙ্গ। সোজা সাপ্টা জবাব আব্দুল মোমেন।রোহিঙ্গা ইস্যুসহ আন্তর্জাতিক সমর্থন প্রাপ্তিতে শ্রীলংকা বাংলাদেশকে সহায়তা করবে, মাহিন্দা রাজাপাকসের ঢাকা সফরে এই আশ্বাস পাওয়া গেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।