প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি এখন জনস্বাস্থ্যের অন্যতম হুমকি
- আপডেট সময় : ০৫:৩৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
মাগুরা পৌরসভায় শিমুলিয়া এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি এখন জনস্বাস্থ্যের অন্যতম হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটির পাশেই পৌর এলাকার বর্জ্য ফেলার জায়গা হওয়ায় ব্যাপক পরিবেশ দূষণ ও পানি দূষিত হওয়ার আশঙ্কায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।
মাগুরা-যশোর সড়কের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়ন করা পৌর পানি শোধনাগারের দেয়ালের সাথেই রয়েছে পৌর বর্জ্য ডামপিং গ্রাউন্ড। ২০১৭ সালের ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি শোধনাগারটি উদ্বোধন করলেও প্রতিশ্রুতি অনুযায়ী এখনও সরানো হয়নি ডাংপিং গ্রাউন্ডটি। ফলে পঁচা বর্জ্যের গন্ধে এ এলাকার মানুষের নাভিশ্বাস এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার।
পানি শোধনাগার যেহেতু খোলা অবস্থায় আছে। ফলে পাখির মুখে করে বয়ে নেয়া পঁচা জিনিষ ও বাতাসে ময়লা উড়ে অতি সহজেই পানি দূষিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। যা পানি ব্যবহারকারীদের জন্য ঝুঁকিপূর্ণ।
এ বিষয়ে মাগুরা পৌরসভার পক্ষ থেকে নতুন ডামপিং গ্রাউন্ড এ চলে যাওয়ার কথা জানিয়ে আসছেন কর্তৃপক্ষ। এলাকার পরিবেশ ও প্রতিবেশিদের জন্য গুরুত্বপূর্ণ এ ধরনের কর্মকান্ড আরও সচেতনতার সাথে করা হবে এমনটি আশা করছেন এলাকাবাসি।