প্রধানমন্ত্রীর ভারত সফরে টাকা-রুপির বিনিময়সহ সই হবে ৩টি সমঝোতা স্মারক
- আপডেট সময় : ০৭:৪৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৪৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দু’দেশের মধ্যে টাকা-রুপির বিনিময়সহ তিনটি সমঝোতা স্মারক সই হবে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, জি-টুয়েন্টি সম্মেলনের দুটি অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। বৈঠক করবেন ভারত, সৌদি আরব, আর্জেন্টিনা, আরব আমিরাত ও কানাডার শীর্ষ নেতাদের সঙ্গে। নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হবে। তবে তিস্তা চুক্তির বিষয়ে কোনো সুখবর নেই বলে জানান ড. এ কে আব্দুল মোমেন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জি-২০ সম্মেলন বিষয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৮-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ লিডারস সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২টি অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায়ের কাছে, জলবায়ু পরিবর্তন, করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্বার, ইউরোপ যুদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানি খাদ্যপণ্য সারের সরবরাহ সংকট ও বাংলাদেশের সাফল্য তুলে ধরবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের মাঝে ৩ টি সমঝোতা স্মারক সই হবে। নির্বাচন নিয়ে বৈশ্বিক চাপ থাকলেও দেশের মানুষের উপর সরকারের আস্থা আছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের বিষয়ে বিদেশীদের মাতব্বরি মেনে নেয়া হবে না বলেও জানান ড. এ কে আবদুল মোমেন।