প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্টিভিচ মানটিটস্কি । সকালে গণভবনে রাশিয়ার রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে আসেন।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। পরে সাংবাদিকদেরকে ব্রিফ করেন প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ান রাষ্ট্রদূত। রাশিয়ার সরকার বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রাশিয়াকে পাশে চায় বাংলাদেশ। একই সাথে এ দেশে বিনিয়োগ বান্ধব সরকার ও পরিবেশের উল্লেখ করে শিল্পাঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বানও জানান তিনি।