প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জিন ম্যারিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ১৭১৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত জিন ম্যারিন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে আসেন।
এ সময় জিন ম্যারিন বলেন, ফ্রান্স বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু।ভবিষ্যতেও এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় তার দেশ। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শান্তিপূর্ণ রাজনৈতিক অবস্থার প্রশংসা করে ফ্রান্সের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকবে তার দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী বছরের প্রথম দিকে ফ্রান্স সফরের আমন্ত্রণও জানান তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, জলবায়ূ মোকাবেলা ও দারিদ্র্য নিরসনে বৈশ্বিক পদক্ষেপ নিতে ফ্রান্সকে পাশে চায় বাংলাদেশ।