প্রধানমন্ত্রী শাসিত সরকার পদ্ধতি ব্যর্থ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ১৭৪৮ বার পড়া হয়েছে
ওয়েস্টমিনিস্টার পদ্ধতির প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা ব্যর্থ হয়েছে। তাই পুনরায় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় ফেরার সময় হয়েছে। এমন মন্তব্য করেছেন, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
শনিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত ‘সংবিধান অনুলিখন, না সংশোধন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি। মাহমুদুর রহমান বলেন, বিদ্যমান সংবিধান এক ব্যক্তি ও পরিবারের সংবিধান। তাই ক্ষমতার ভারসাম্য আনতে পারবে নির্বাচিত রাষ্ট্রপতি শাসিত সরকার। সংখ্যাগরিষ্ঠের ধর্মমত্বকে গুরুত্ব দিয়ে সংবিধানে ‘সর্ব শক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’ পুনরায় ফিরিয়ে আনা দরকার বলে মনে করেন তিনি। ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর বিপ্লবী সরকার গঠন না করা ছিল সবার ভুল সিদ্ধান্ত। মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে সেই ভুল সংশোধনের সুযোগ এখনো আছে বলে মনে করেন এই সাংবাদিক।