প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাহিন্দা রাজাপাকসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৭৭২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাহিন্দা রাজাপাকসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সকালে কার্যালয়ে পৌঁছালে মাহিন্দা রাজাপাকসেকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরিদর্শন করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন শ্রীলংকান প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। দুদিনের সফর শেষে আজ তার ফিরে যাবার কথা রয়েছে।