প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
- আপডেট সময় : ০৭:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৮২৩ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। তিনি আরও দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন বলে আশা করেন নেতাকর্মীরা। স্থানীয় সময় ২৭ সেপ্টেম্বর ১ম প্রহরে ভার্জিনিয়ার একটি হোটেলে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এই জন্মদিনের আনন্দ নতুন মাত্রা যোগ করেছে। ভার্জিনিয়ার কমফোর্ট ইন হোটেলে জন্মদিন উদযাপন শুরু হয় কেক কেটে। উপস্থিত নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল ছিল। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছাড়াও ভার্জিনিয়া, ওয়াশিংটন মেট্রো এবং মেরিল্যান্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।