বিএনপি-জামায়াত জোটের চিন্তার দীনতা আছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১৮২৫ বার পড়া হয়েছে
খালেদা জিয়া ও বিএনপি-জামায়াত জোটের চিন্তার দীনতা আছে। তাই ক্ষমতায় থেকে তারা কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে ৬৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আই সেন্টারের উদ্বোধনসহ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এতো উন্নয়ন হয়েছে বলেও জানান শেখ হাসিনা। হেদায়েত উল্যাহ সীমান্তের প্রতিবেদন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি আই সেন্টার এবং পানি সম্পদ মন্ত্রনালয়ের অধিনে ৮০টি সমাপ্ত প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য ও পানিসম্পদ মন্ত্রনালয়।
এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভাচূয়ালী যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের নামে নদীর গতিপথ বন্ধ করে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না ।জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে বাচাতে হবে।
এ সময় গৃহহীন মানুষদের ঘর দেয়ার প্রসঙ্গে তিনি বলেন, কোনো দল বিবেচনা করে ভূমিহীন মানুষদেরকে ঘর দেয়া হচ্ছে না। মানুষ হিসেবেই ঘর দেয়া হচ্ছে সবাইকে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন করেছে সরকার। দেশের মানুষ নৌকায় ভোট দিয়েছিল বলেই এটা সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
খালেদা জিয়া ও বিএনপি-জামায়াত জোটের চিন্তার দৈন্যতা ছিল বলেই ক্ষমতায় থেকে তারা কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।