প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের কিছু নেই: আইনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
প্রধান বিচারপতি নিয়োগে কোনো নিয়ম নেই, তাই নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের কিছু নেই বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মিট দ্য ওভারসিস করোসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ওকাবের এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি নিয়োগের পুরো ক্ষমতা রাষ্ট্রপতির জানিয়ে আইনমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদনের বিষয়ে নতুন করে বিবেচনার কিছু নেই। এ বিষয়টি আগেই নিষ্পত্তি করা হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তি নিয়ে এতো কিছু করার পরও ‘মানবিক বিবেচনার’ প্রশ্ন কেন আবার উঠবে? এনিয়ে পাল্টা প্রশ্ন তোলেন তিনি। কোন দল যদি নির্বাচনে না আসে, তাদের ভোট দেয়ার জন্য মানুষ বসে থাকবে না বলেও মন্তব্য করেন আনিসুল হক।