প্রবাসীকে খুনের মামলার আসামীকে গ্রেফতার করেছে সিআইডি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
পূর্ব শক্রতার জেরে প্রবাসীকে খুনের মামলার আসামীকে গ্রেফতার করেছে সিআইডি। ২৮ নভেম্বর একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে বাক-বিতন্ডার জের ধরে প্রবাসী মাহবুবকে হত্যা করে সাদ্দাম হোসেন।
গতরাতে হত্যাকান্ডের মূল আসামী সাদ্দাম হোসেনকে চট্টগ্রামের হাটহাজারি থেকে গ্রেফতার করে সিআইডি। সকালে ঢাকার সিআইডি প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড ছিলো। শুধু মোবাইল ফোনের জন্য এই হত্যা হয়নি। সিআইডির চৌকস টিম আলোচিত এই হত্যাকান্ডের মূল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।