প্রবাসীদের আয় বাড়াতে দেয়া প্রণোদনার টাকা পাচার বাড়াচ্ছে : পরিকল্পনা মন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
ডলারের দামে তারতম্য হওয়ায়, বৈধপথে টাকা না এসে হুন্ডি বাড়ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, প্রবাসীদের আয় বাড়াতে সরকারের ঢালাওভাবে দেয়া আড়াই শতাংশ হারে প্রণোদনার টাকা পাচার বাড়াচ্ছে। ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম- ইআরএফের গোলটেবিল বৈঠকে একথা বলেন এম এ মান্নান।
রাজধানীর বিজয়নগরে ইআরএফ অডিটোরিয়ামে বৈধপথে রেমিট্যান্সের চ্যালেঞ্জ ও ডিজিটাল প্ল্যাটফর্মের সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম।
বৈঠকে দেশে কিভাবে বৈধপথে প্রবাসীরা রেমিট্যান্স পাঠাতে পারেন তা আলোচনায় উঠে আসে। বক্তারা বলেন, করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে বিকল্প নেই।
বৈধপথে টাকা পাঠানোর বিষয়ে প্রণোদনা ততটা উৎসাহজনক না থাকায় বাড়ছে হুন্ডির প্রবণতা। অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, কালো টাকা না কমলে অর্থপাচার কমবে না, একই সাথে রেমিট্যান্সও বাড়বে না।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, প্রান্তিক পর্যায়ে মানুষের সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর মতো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবধান থাকায় হুন্ডি ঠেকানো যাচ্ছে না।
প্রবাসীরা বৈধভাবে টাকা পাঠানোর পাশাপাশি রেমিট্যান্স কালেকশনে ব্যাংকগুলোকে আরো দৃঢ়তার সাথে কাজ করার আহবান জানান বক্তারা।