প্রবাসীর বাসা থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি
- আপডেট সময় : ০১:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে প্রবাসীর বাসা থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। এক সপ্তহ পার হলেও মরদেহ উদ্ধারে এখনো ধোয়াশা কাটেনি। পুলিশ এটিকে হত্যাকান্ড ধরে নিয়ে তদন্ত করছে।
৭ বছর পূর্বে সুমি ও সৌদি প্রবাসী জয়েন উদ্দিনের সাথে বিয়ে হয়। এক বছর পূর্বে জয়েন উদ্দিনকে তালাক দিয়ে প্রেমিক শাহজালালকে বিয়ে করে সুমি। কিন্তু দাম্পত্য কলহের কারনে শাহজালালের সাথে ৬ মাস সংসার করার পর তাকে তালাক দিয়ে পুনরায় জয়েন উদ্দিনে ঘরে ফিরে আসে সুমি।
গেল ৩০ অক্টোবর এলাকাবাসী ঘরের বারান্দার তালা ভেঙ্গে জয়েন উদ্দিনের স্ত্রী সুমি আক্তার, মা জমেলা বেগম ও পাশর্বতী কালিহাতী উপজেলার শাহজালালের মৃতদেহ দেখতে পায়। সেই দিন রাতে ঠিক কি ঘটেছিল তা নিয়ে স্থানীয়দের মনে তৈরি হয়েছে ধোয়াশা। হত্যাকান্ডের শিকার তিন পরিবারের পক্ষ থেকে একে অপরকে দোষারোপ করা হচ্ছে।
মামলার বাদি বলছেন সুইসাইড নোট ও ঘটনার রাতেই সুমি আক্তারের বাবার বাড়ীতে আসার কারন জানতে পারলেই এ হত্যার রহস্য উন্মোচন করা সম্ভব হতে পারে। পুলিশ বলছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনই মন্তব্য করার সময় হয়নি। হত্যাকান্ড সংগঠিত হওয়া বাড়িটি এখন শুশান নিরব। ভয়ে ওই ঘরটিকে তালাবদ্ধ করে রাখা হয়েছে।