প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে জমজমাট অবৈধ হুন্ডি ব্যবসা

- আপডেট সময় : ০২:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
- / ১৮১৬ বার পড়া হয়েছে
প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে জমজমাট অবৈধ হুন্ডি ব্যবসা। সরকার অনুমোদিত মাত্র একটি বৈদেশিক মানি এক্সচেঞ্জ থাকলেও পুরো শহর জুড়ে অন্য ব্যবসার আঁড়ালে ব্যাংঙের ছাড়ার মতো গড়ে উঠেছে অবৈধ হুন্ডি ব্যবসা। পুলিশ বলছে, হুন্ডির মাধ্যমে টাকা পাচারের অভিযোগ পাওয়া গেলে নেয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা।
মৌলভীবাজারে ডাক্তারের চেম্বার, মোবাইল ও টাইলসের দোকান, কাপড় ও প্রসাধনী সামগ্রীর দোকানসহ বিভিন্ন ব্যবসার আঁড়ালে গড়ে উঠেছে অবৈধ হুন্ডি ব্যবসা। পেছনে সক্রিয় রয়েছে টাকা পাচারের শক্তিশালী সিন্ডেকেট।
একটি গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে বিদেশে টাকা পাচারকারী প্রায় অর্ধ শতাধিক ব্যক্তির নাম; যা মানুষের মুখে মুখে আলোচিত। এদের মধ্যে অনেকেই আত্মগোপন করে আছে। আবার কয়েকজন এরিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে।
গোয়েন্দা বিভাগের প্রতিবেদনে আওয়ামী লীগ ও বিএনপির প্রথম সারির নেতাদেরও তালিকা রয়েছে। এদের মধ্যে অনেকেই ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হওয়ার পর বিদেশে আত্মগোপন করেছেন।
এদিকে, পুলিশ জানায়, মানি লন্ডারিং করে বিদেশে টাকা পাচারকারি ও অবৈধ হুন্ডি ব্যবসার অভিযোগ কারো বিরুদ্ধে পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ব্যাংকিং চ্যানেলে টাকা আসতে দেড়ি হওয়াসহ নানা ঝামেলা এড়াতে এবং ঘরে বসে প্রবাসীদের পাঠানো টাকা দ্রুত পেতে হুন্ডি ব্যবসায়ীদের শরণাপন্ন হয়ে থাকেন অনেকে। মৌলভীবাজার গড়ে উঠা এসব অবৈধ মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায়।